নারী কর্মীদের সম্মান দেখালো আকবরিয়া লিমিটেড চেয়ারম্যান আলাল
আকবরিয়া লিমিটেড ও আকবরিয়া কেয়ার ফাউন্ডেশন এর নারী কর্মকর্তা-কর্মচারী সাবিনা ইয়াসমিন, মাহিয়া সুলতানা, সুফিয়া খাতুন, কাজল বেগম পেল আন্তর্জাতিক নারী দিবসে যথাযথ মর্যাদা। তাদেরকে ফুল দিয়ে সম্মানিত করলেন আকবরিয়া লিমিটেড ও আকবরিয়া কেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান হাসান আলী আলাল।
‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এ প্রতিপাদ্য বিষয়ের আলোকে মঙ্গলবার দুপুরে বগুড়া ট্রেড সেন্টারে কর্পোরেট অফিসে এ সম্মাননা দেয়া হয়। এ সম্মাননা পেয়ে তারা বেজায় খুশি। ফুল শুভেচ্ছা পেয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে কাজ করছি। কখনো নারী বলে অন্য কোন ঝুট ঝামেলার মুখোমুখি হতে হয়নি। প্রতিষ্ঠানের পক্ষে নারী বান্ধব অফিস গড়া হয়েছে। সকলেই আমরা একটি নান্দনিক পরিবেশে কাজ করছি। কখনোই ইভটিজিং এর শিকার হতে হয়নি।
মাহিয়া সুলতানা বলেন, একটি প্রতিষ্ঠানে কর্মে থাকাকালীন সময়ে কোন উপহার পাওয়া গেলে সেটা দীর্ঘদিন মনে থাকবে। আর সেটি যদি বিশেষ দিবস হয় তাহলে প্রতিষ্ঠানের প্রতি আরো দায়িত্ব বেড়ে যায়। নারী দিবসে নারীদেরকে সম্মানিত করা প্রতিষ্ঠানের জন্য যেমন মঙ্গলময়, তেমনি নারীদের কর্মক্ষেত্র হয়ে ওঠে আরো গতিময়। এ ধরনের আয়োজন প্রমাণ করে প্রতিষ্ঠানের কর্মকর্তারা নারীদের সঙ্গে আছে।
সুফিয়া খাতুন জানান, আমাদের সংগ্রামী জীবন। পরিবার থেকে কর্মক্ষেত্র সবখানেই সংগ্রাম করে নারীদেরকে এগিয়ে যেতে হয়। এ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নারীরাই হয়ে উঠে শক্তিশালী। সংগ্রামী জীবনে যখন প্রতিষ্ঠান থেকে নারী দিবসে নারীদেরকে সম্মানিত করা হয় এটি জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
কাজল বেগম বলেন, নারীরা অনেক পথ এগিয়ে গেছে। আরো এগিয়ে যেতে হবে। নারী কখনো থেমে থাকে না। নারীদের দশ হাত নেই ঠিকই কিন্তু প্রতিনিয়ত দুই হাত দিয়ে এক সঙ্গে দশটি কাজ করতে হয়। পরিবার থেকে শুরু করে কর্মক্ষেত্রে সবখানেই নারীদের দ্বিগুণ শক্তিতে কাজ করতে হয়। এ দিবসে সম্মান দেখানোর অর্থই হলো কর্মক্ষেত্রে নারীরা আজ অনেক নিরাপদ।
আকবরিয়া লিমিটেড ও আকবরিয়া কেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান হাসান আলী আলাল ফুলেল শুভেচ্ছা দেয়ার পর তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আন্তর্জাতিক নারী দিবসেই শুধু নয়, প্রতিদিন নারীদেরকে সম্মান করা উচিত। নারীরা যত এগিয়ে যাবে আমাদের উন্নয়নের পরিধি আরো বিস্তৃত হবে। আমার প্রতিষ্ঠানের সকল জায়গায় নারীদের অগ্রাধিকার ও নিরাপদে কাজ করার সুযোগ সৃষ্টি করেছি। বর্তমান সরকার নারীদেরকে সম-অধিকার, সম-সুযোগ, সম-অংশিদারিত্ব দেয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে। সরকারের পাশাপাশি আমাদেরও উচিত পরিবার হতে শুরু করে সকল জায়গায় তাদের অধিকার নিশ্চিত করা। আকবরিয়া লিমিটেড ও আকবরিয়া কেয়ার ফাউন্ডেশন সবসময় নারীদের প্রাধান্য দিয়ে সকল কাজ করে যেতে চায়। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, আকবরিয়া কেয়ার ফাউন্ডেশনের ওয়ার্কিং কমিটির সভাপতি নুরুন নবী, সাধারণ সম্পাদক আজাহার আলী, সহ-সভাপতি মেজবা হুর রহমান, যুগ্ম সম্পাদক হারুন উর রশিদ, সাব্বির মোস্তফা রাকিব, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, অর্থ সম্পাদক শাহিনুর রহমান, মানব সম্পদ সম্পাদক ইউনুস আলী বাবুল, জনসংযোগ সম্পাদক মহিনুর ইসলাম সহ প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি