বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশের অবস্থা এতদিনে সিঙ্গাপুর-মালয়েশিয়ার অর্থনীতিকেও অতিক্রম করে যেত
রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশের অর্থনীতি এতদিনে সিঙ্গাপুর-মালয়েশিয়ার অর্থনীতিকেও অতিক্রম করে যেত। কিন্তু দূর্ভাগ্য বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের সে আশা আকাঙ্খার স্বপ্ন রাজাকার আল-শামস্রা গুড়িয়ে দিয়েছিল। আবার তারা সেই ষড়যন্ত্র শুরু করেছে আগুন সন্ত্রাসের মাধ্যমে। কাজেই আমাদের ভুলে গেলে চলবেনা। আমাদের সব ভেদাভেদ দ্বন্দ্ব ভুলে গিয়ে ব্যক্তি স্বার্থের উর্দ্ধে দেশের স্বার্থকে চিন্তা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে কাজ করে যেতে হবে।
মন্ত্রী মঙ্গলবার বিকেলে পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে পঞ্চগড় সদর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধক হিসেবে তার বক্তব্যে এসব কথা বলেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শফিক।
পঞ্চগড় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন ও পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন। কাউন্সিলে সদর উপজেলার দশটি ইউনিয়নের আওয়ামী লীগের ৩১০ জন কাউন্সিলরসহ সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন। কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্ধারণের কথা রয়েছে। তবে গতকাল সন্ধ্যায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পদকের নাম ঘোষণা করা হয়নি।

পঞ্চগড় প্রতিনিধি