বিশ্ব নারী দিবসে আমি অনন্যা’র আলোচনা সভা ও সম্মানান প্রদান
বিশ্ব নারী দিবসে আমি অনন্যার আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকালে ৫টায় শহরের জলশ্বেরীতলায় একটি মোটেলে আমি অনন্যার আয়োজনে আমি অনন্যা’র প্রতিষ্ঠাতা উম্মে ফাতেমা লিসা’র সভাপতিত্বে বিশ্ব নারী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষাক রাবেয়া খাতুন। নারী দিবসের আলোচনা সভায় সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমকে মানবতার চেরাগ সম্মাননা, টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা রাকিবা সুলতানাকে মমতাময়ী মা সম্মাননা, সফল নারী উদ্যোক্তা শাহনাজ ইসলাম শিল্পী ও ইশরাত জাহান নিতুকে সম্মাননা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন ইয়াসমিন হাসান, সেলিনা রহমান মলি, নারী উদ্যোক্তা শরনী রনি, তাহমিনা পারীভন শ্যামলী, সুমাইয়া রিমু, লায়লাতুন নাজিন আচঁল, মনিরা মনি ও তাসলিমা প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি