শাজাহানপুরের মাদলা ইউনিয়নে ৪-৫নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে মাদলা শেরকোল মন্ডলপাড়া গ্রামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাদলা ইউনিয়ন যুবলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি হারুন আর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ,বিশেষ অতিথি ছিলেন মাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী মন্ডল,সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু,প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাদশা আলমগীর।
সম্মেলনে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী মিন্টু'র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাব্বির আহম্মেদ স্মরণ,উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী ইমাম ইনোকী,নজরুল ইসলাম,উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক ও চোপিনগর ইউপি সদস্য আরিফ আজাদ পলাশ,প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব হোসেন বিপুল, অর্থ বিষয়ক সম্পাদক এসএম বাকিবিল্লাহ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমাম হোসেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক তাজনুর রহমান শাহীন,উপজেলা যুবলীগ সদস্য মোবাশে^র হোসেন মন্টু,শাহ আলম,মতিউর রহমান,গোলাম,আপেল হোসেন,স্মরণ,মধু প্রমুখ।
সম্মেলনে ৪ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে রেজাউল করিম লাল ও সাধারণ সম্পাদক সোহাগ আলী,সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা এবং ৫ নং ওয়ার্ডে সভাপতি রিমন হোসেন,সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সহ ৪১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি