সৈয়দপুরে ৪৮৪ পিস ইয়াবা উদ্ধার. আটক ১
নীলফামারীর সৈয়দপুরে ৪৮৪ পিস ইয়াবা জব্দসহ এক মাদক কারবারীকে নওশাদ হোসেনকে (২৮) আটক করেছে র্যাব-১৩।
মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার বিকেলে সৈয়দপুর বাঙ্গালীপুর থেকে নওশাদকে আটক করে র্যাব-১৩, নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের একটি অভিযানিক দল।
মঙ্গলবার দুপুরে র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবর পেয়ে র্যাব-১৩, নীলফামারী সিপিসি- ২ ক্যাম্পের একটি অভিযানিক দল সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী নওশাদ হোসেনকে (২৮) আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৪৮৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গত সোমবার রাতেই র্যাব বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করে জব্দকৃত ইয়াবাসহ আটককৃত নওশাদকে থানায় হস্তান্তর করেন।
সৈয়দপুর থানার অফিসার (ওসি) মো. আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার গ্রেপ্তারকৃত আসামী নওশাদ হোসেনকে আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: