বছরের ৩৬৫ দিনই নারীদের যোগ্য স্থান প্রাপ্তি নিশ্চিত করতে হবে
বগুড়া পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে প্রতিটি স্থানে নারী-পুরুষ সমতা বিধান করতে হবে। শুধু নারী দিবসে নয় বছরের ৩৬৫ দিনই নারীদের যোগ্য স্থান প্রাপ্তি নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে আজ বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ স্থানে নারীরা দক্ষভাবে নেতৃত্ব দিচ্ছে আপন মহিমায় এবং ছড়িয়ে যাচ্ছে নারী জাগরণের উজ্জ্বল আলো। কিন্তু এদেশে এখনো অনেকে রয়েছে যারা নারীদের আবদ্ধ করে রাখতে চাই যার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। একই সাথে নারীদের নিজ নিজ যোগ্যতা, মেধা ও দক্ষতা অনুযায়ী তাদের প্রাপ্য স্থান তাদের দিতে হবে।
‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্যতে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বগুড়া জেলা পুলিশ এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক এর আয়োজনে মঙ্গলবার দুপুরে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসপি সুদীপ চক্রবর্ত্তী উপরোক্ত কথাগুলি বলেন। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আরো বলেন, বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের নেতৃত্বে বাংলাদেশ পুলিশে নারীদের সর্বদা গুরুত্বের সাথে সকল কাজে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হয়েছে। জেলা পর্যায়গুলোতেও সৃষ্টি হয়েছে নারীবান্ধব এক সংবেদনশীল সেবাপ্রদান কার্যক্রম যার মাধ্যমে দেশব্যাপী ইতিবাচক এক পরিবেশ তৈরি হয়েছে। তিনি বগুড়াতেও নারীদের অধিকার প্রতিষ্ঠায় সর্বদাই সমতা বিধানের অঙ্গিকার করেন তার বক্তব্যে।
ইন্সপেক্টর খুরশীদা বানু কণার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আলী হায়দার চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, পুনাক বগুড়ার ভারপ্রাপ্ত সভানেত্রী দ্বিল আখতার জাহান এবং সাধারণ সম্পাদক মাহমুদা খানম। এছাড়াও নারী দিবসের আলোচনা সভায় নারীদের কর্মক্ষেত্রে সুযোগ ও সার্বিক বিষয় নিয়ে কথা বলেন কাহালু থানার নারী ও শিশু হেল্প ডেস্ক কর্মকর্তা এসআই রোজিনা আক্তার, সারিয়াকান্দি থানার এএসআই বিলকিস বেগম এবং আদমদিঘী থানার নারী পুলিশ কন্সটেবল মিলি খাতুন। সভা পরবর্তী নারী নেতৃত্ব বিকাশ ও নারীদের উন্নয়নে ভূমিকা রাখায় পুনাক বগুড়ার সাধারণ সম্পাদক মাহমুদা খানমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার সুদীপ চক্রবর্ত্তী। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রায় শতাধিক নারী ও পুরুষ পুলিশ সদস্যবৃন্দ, এনজিও ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দদের প্রাণবন্ত অংশগ্রহণে দিবসটি উপলক্ষে পুলিশ লাইন্সের ভিতরেই এক সংক্ষিপ্ত র্যালী অনুষ্ঠিত হয়।

ষ্টাফ রিপোর্টার