বগুড়ায় র্যাবের পৃথক অভিযানে পলাতক ২ আসামী গ্রেফতার
বগুড়ায় মঙ্গলবার দুপুরে সদর ও জেলার আদমদিঘী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদক ও চাঁদাবাজির মামলায় পলাতক থাকা ২ আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২।
র্যাব-১২ বগুড়া তাদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মাদক মামলায় পলাতক থাকা আদমদিঘী উপজেলার শালগ্রামের মোঃ সোলাইমানের ছেলে মোঃ মিলন (৪১) কে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
অপরদিকে চাঁদাবাজি মামলায় পলাতক থাকা সদর উপজেলার কানুছগাড়ি এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে সায়েক মাহামুদ হিরা (৪৫) কে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (স্ক্রোয়াড্রন লিডার) সোহরাব হোসেন জানান, আইন অনুযায়ী তাদের নিজ নিজ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি