বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্যেতে বগুড়ায় মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
বগুড়া জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটির সকালে এক বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী পরবর্তী জেলা প্রশাসকের সভাকক্ষ করতোয়ার দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সকল স্থানে নারী-পুরুষ সমতার কথা তার বক্তব্যে তুলে ধরেন। এছাড়াও দেশের সামগ্রিক উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ অবদান ও ভূমিকার কথা তিনি নানা উদাহরণসহ সভায় আলোচনা করেন। এছাড়াও তিনি নারীদের কখনো অবহেলা বা অবজ্ঞা না করে তাদের মেধা ও দক্ষতা অনুযায়ী সর্বদা তাদের প্রাপ্য স্থান বুঝিয়ে দিতে সাম্যের সাথে উন্নয়নের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। র্যালী ও আলোচনা সভায় এসময় হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মোতাহার হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ।

ষ্টাফ রিপোর্টার