শিবগঞ্জে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পুরুষ্কার বিতরণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মসজিদ ভিত্তিক শিশু ও গণ্যশিক্ষা কার্যক্রম ৭ম পর্যায়ের প্রকল্পের ২০২১ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষার্থী, শিক্ষক ও কেয়ারটেকারদের পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ও কেয়ারটেকারদের অংশগ্রহণে কুরআন শরীফ তেলাওয়াত হামদ, না’আত বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। এসময় উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার ইসলামিক ফাউন্ডেশন বগুড়া আনোয়ার হোসেন, শিবগঞ্জ উপজেলা ঈমাম সমিতির সভাপতি মাওঃ মোঃ আলমগীর হোসেন, মোলামগাড়ী এমদাদুল উলুম ক্বওমী মাদ্রাসার মুহতামীম পীরে কামিল মাওঃ সামছুল আলম, শিবগঞ্জ উপজেলা ইসলামি ফাউন্ডেশন মাস্টার ট্রেনাইর মোঃ শাহ আলম, অবসর প্রাপ্ত পরিচালক ইসলামিক ফাউন্ডেশন মোঃ লুৎফর রহমান সরকার।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি