আলুবোঝাই ট্রাক আটকে রেখে চাঁদা দাবী, ৯৯৯ এ ফোন, গ্রেপ্তার ২
বগুড়ার শাজাহানপুরে বন্ধ হচ্ছে না অবৈধভাবে খাজনা আদায়ের নামে চাঁদাবাজি। জমি থেকে উৎপাদিত ফসল হিমাগারে নিয়ে যেতেও দিতে হচ্ছে চাঁদা। এমনকি হাট-বাজারের উপর দিয়ে যাওয়া দূরপাল্লার আলুবোঝাই ট্রাক থামিয়ে জিম্মি করে ভয়-ভীতি দেখিয়ে খাজনার নামে চাঁদাবাজি করা হচ্ছে। অথচ এক মাস আগেও অবৈধ খাজনার নামে চাঁদাবাজি বন্ধের দাবীতে মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছিলেন উপজেলার অর্ধসহ¯্রাধিক কৃষক।
এমন একটি ঘটনায় উপজেলার গোহাইল ইউনিয়নের আতাইল ষ্ট্যান্ড এলাকায় দূরপাল্লার একটি আলুবোঝাই ট্রাক থামিয়ে জিম্মি করে ভয়-ভীতি দেখিয়ে খাজনার নামে চাঁদা দাবীর ঘটনায় মুঞ্জুরুল হক ওরফে মুঞ্জু (২৬) এবং আব্দুর রহিম (৫০) নামে দুইজনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মুঞ্জুরুল হক ওরফে মুঞ্জু উপজেলার খরণা ইউনিয়নের বনভেটি দক্ষিণপাড়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে এবং আব্দুর রহিম একই ইউনিয়নের পান্ডারপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
বুধবার দুপুরে মামলা দায়ের শেষে গ্রেপ্তারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, বরিশাল জেলার গৌরনদী উপজেলার বড়কসবা গ্রামের মৃত আনোয়ার হোসেন খানের ছেলে রনি খান (৩০) মঙ্গলবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে তার ট্রাকে জয়পুরহাট থেকে ৩৫০ বস্তা আলু বোঝাই করে বগুড়ার কাহালু ও শাজাহানপুর উপজেলার ভিতর দিয়ে বরিশাল জেলার গৌরনদী উপজেলার উদ্যেশ্যে রওনা দেন। পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের আতাইল এলাকায় পৌছা মাত্র ৫-৬ জন হাতে লাঠিসোটা নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পথরোধ করে বস্তা প্রতি ২৫ টাকা করে মোট ৮ হাজার ৭৫০ টাকা চাঁদা দাবী করে। টাকা দিতে অস্বীকার করলে তারা ট্রাক চালক ও হেলপারসহ তাদেরকে জোরপূর্বক ট্রাক থেকে নামিয়ে ৪ ঘন্টা আটকে রাখে। টাকা না দেয়ায় একপর্যায়ে তারা ট্রাক থেকে আলুর বস্তা নামিয়ে নিতে ধরলে টাকা সংগ্রহের কথা বলে কৌশলে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলুবোঝাই ট্রাকসহ তাদেরকে উদ্ধার করে এবং মুঞ্জুরুল হক ওরফে মুঞ্জু ও আব্দুর রহিম নামের দুইজনকে আটক করে। এসময় অন্যরা পালিয়ে যান। এঘটনায় শাজাহানপুর থানায় চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা জানান, আতাইল হাট ও বাজারের ইজারাদার খরনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছামছুল আলম ফকিরের নির্দেশে খাজনা আদায় করার জন্য তারা ট্রাক থামিয়ে ছিলেন।
এবিষয়ে আতাইল হাট ও বাজারের ইজারাদার ছামছুল আলম ফকির জানান, কাউকে এভাবে খাজনা আদায় করতে বলা হয়নি। কোন সুস্থ্য মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব নয়।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তাকৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ