আন্তর্জাতিক নারী দিবসে পঞ্চগড়ে ডিপিএফের ১২ সুপারিশ
আন্তর্জাতিক নারী দিবসে নারীর ক্ষমতায়ন ও নারী অধিকার প্রতিষ্ঠায় ১২টি সুপারিশ উত্থাপন করেছে পঞ্চগড় ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)।
মঙ্গলবার বিকেলে দিবসটি উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় এই সুপারিশ উত্থাপন করে সংগঠনটি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।
অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. রফিকুল হাসান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম ওয়াহিদুজ্জামান, পিফোরডি প্রজেক্টের রংপুর বিভাগীয় আঞ্চলিক সমন্বয়ক রেহেনা বেগম, ডিএফ রিক্তা পারভীন, ডিপিএফ পঞ্চগড়ের সভাপতি ও বিকাশ বাংলাদেশ’র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও পরস্পর’র নির্বাহী পরিচালক আকতারুন নাহার সাকীর সঞ্চালনায় বিভিন্ন স্তরে কাজ করা নারী প্রতিনিধি, ডিপিএফ সদস্য ও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সরাসরি ৪০ জন ও ভার্চুয়ালে ২০ জন অংশ নেন ওই আলোচনা সভায়।
আলোচনা সভায় ডিপিএফ পঞ্চগড়ের পক্ষ থেকে বর্তমানে নারীদের নানা চ্যালেঞ্জ তথ্যচিত্র আকারে তুলে ধরা হয়। পরে নারী শ্রমিকদের মজুরি বৈষম্য দূর করা, নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করে তুলতে প্রশিক্ষণ ও সহজ ঋণের সুবিধা দেয়া, বাল্য বিবাহ, যৌতুক ও নারী নির্যাতনের বিরুদ্ধে আইনের প্রয়োগ নিশ্চিত করা, গ্রামাঞ্চলে নারীদের উচ্চ শিক্ষা নিশ্চিত করাসহ ১২ টি সুপারিশ তুলে ধরা হয়। এ সময় সরকারের নানা কর্মসূচির পাশাপাশি নারীবান্ধব পরিবেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক।

পঞ্চগড় প্রতিনিধি