বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে নবীনবরণ
বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্রীদের নবীনবরণ ও সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার কলেজ চত্বরে এ আয়োজন করা হয়। প্রথমে বেলুন উড়িয়ে নবীনবরণ ও সম্মাননা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। এতে সভাপত্বি করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ সাহাদারা মান্নান বলেন, শিক্ষাজীবনে এক ধাপ উত্তীর্ণ হয়ে জীবন কুসুমকে প্রস্ফুটিত করার দুর্বার বাসনায় তোমরা এসেছে স্বপ্নীল যাত্রাপথের অন্যতম কেন্দ্র অত্র কলেজের শান্ত-শ্যামল চত্বরে। জয় হোক তোমাদের এ শুভাগমন সার্থক হোক এ পবিত্র অঙ্গন তোমাদের সুললিত পদচারণায়। তোমরা আমাদের যোগ্যতম উত্তরসূরি হবে, যথার্য অধ্যবসায়ের মাধ্যমে এ বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে জাতীয় আঙ্গনে। সকল বাধার প্রাচীর ডিঙিয়ে নিদিষ্ট লক্ষে পৌছাঁবে তোমরা এ কামনা আমাদের।
তিনি আরো বলেন, এ কলেজের আমিও একজন ছাত্রী। আমার মত তোমরাও একদিন দেশের সেবায় কাজ করবে। ভালো ফলাফল অর্জনের মধ্যদিয়ে অনেকে আরো উচ্চ পর্যায়ে কাজ করার সুযোগ পাবে। তোমরা যে কাজই করো না কেন, সে কাজকে ভালোবেসে মনোযোগ দিয়ে করতে হবে। তবেই সফলতা আসবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন। আমন্ত্রিত অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. সামস-উল-আলম জয়, প্রফেসর হোসেন সহিদ মাহবুবর রহমান। আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন সজল, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, শিক্ষক পরিষদ সম্পাদক দেবদুলাল দাস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের ইংরেজী বিভাগের সহকারি অধ্যাপক আই, আর, এম সাজ্জাদ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক সৈয়দা রুবিনা সিদ্দিকা ও বাংলা বিভাগের প্রভাষক মো. শফিউল আলম।
শেষে প্রধান অতিথিকে কলেজ ও হোস্টেলের পক্ষ থেকে স্মারকলিপি ও কলেজ এওয়ার্ড দেয়া হয়। একই সাথে কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. রশিদুল ইসলাম শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় প্রিন্সিপাল এওয়ার্ড ও কৃতি শিক্ষার্থী তছলিমা খাতুন কে প্রিন্সিপাল এওয়ার্ড দেয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তি