পাটের ক্যানভাসে চিত্রাংকন. প্রথম পুরস্কার পেলো বগুড়ার রাশেদ
২০২১-২২ অর্থ বছরের এপিএ এর লক্ষমাত্রা বাস্তবায়নে সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ পাটের ক্যানভাসে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গত ৮ মার্চ মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকা তেজগাঁও মনিপুরী পাড়া জেডিপিসির সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ প্রতিযোগিতায় মোট ১৫ জন অংশ নেয়। এর মধ্যে প্রথম স্থান অধিকার করেন বগুড়া শহরের কৈগাড়ী পূর্বপাড়া সিও অফিস এলাকার রাশেদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক আব্দুল মোমেন মিল্টন, পিএমআই পরিচালক (জিডিপিসি) মো. মঈনুল হক, বাজার গবেষণা ও উন্নয়ন পরিচালক (জেডিপিসি) সীমা বোস অধরা।
শেষে প্রধান অতিথি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বগুড়ার কৃতি সন্তান রাশেদের হাতে প্রথম পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন।

প্রেস বিজ্ঞপ্তি