হিলিতে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক ফায়ার সার্ভিসের মহড়া
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে দিনাজপুরের হিলিতে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক ফায়ার সার্ভিসের মহড়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা ১১ টায় হাকিমপুর সরকারি ডিগ্রী কলেজ মাঠে ফায়ার সার্ভিসের মহড়াটি অনুষ্ঠিত হয়।
ফায়ার সার্ভিসের মহড়ায় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন সহ অনেকেই।
এসময় কলেজের শিক্ষার্থীদের ভূমিকম্প ও অগ্নিকান্ড ঘটলে কিভাবে নিয়ন্ত্রণ আনতে হবে, এবিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ ও প্রস্তুতি দেখান ফায়ার সার্ভিসের সদস্যরা।

দিনাজপুর প্রতিনিধিঃ