বগুড়া স্পেশালাইজড হাসপাতাল পালন করে বিশ্ব কিডনি দিবস
প্রতিবারের ন্যায় এবারো যথাযথ মর্যাদায় বিশ্ব কিডনি দিবস পালন করে বগুড়া স্পেশালাইজড হাসপাতাল। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (নিউরোলজি) ডা. এম.এ. বাতেন এর সার্বিক সহযোগিতায় শহরের ঠনঠনিয়া বগুড়া স্পেশালাইজড হাসপাতাল হতে এক বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
‘কিডনি সুরক্ষায় প্রয়োজন জ্ঞানের সেতুবন্ধুন’ এ প্রতিপাদ্য বিষয়টি এবারের বিশ্ব কিডনি দিবসের মূল সূর। এটি বাস্তবায়নের লক্ষে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোই হবে গোটা দুনিয়ার অঙ্গিকার। সচেতনতার মধ্য দিয়েই কিডনি রোগে আক্রান্ত রোগিদের সুস্থ করে তোলা সম্ভব। শুধু তাই নয়, এ রোগিদের চিকিৎসা খরচ কমাতেও সচেতনতার কোন বিকল্প নেই। এছাড়া বগুড়া স্পেশালাইজড হাসপাতাল কিডনি চিকিৎসায় বিশেষ গুরুত্ব দেয়ার পাশাপাশি স্বল্প খরচে চিকিৎসা প্রদানের ক্ষেত্রে যথেষ্ট ভুমিকা রাখছে।
সম্প্রতি সর্বাধুনিক সিআর্ম মেশিন স্থাপন করা হলেও স্বল্প ব্যয়ে সকল শ্রেণি পেশার মানুষদের সামর্থ্যরে সীমাবদ্ধতা বিবেচনায় এনে সেবা প্রদান করা হচ্ছে এমন কথা জানালেন ডায়াবেটিকস ও কিডনি রোগের চিকিৎসক ডা. হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ডা. মাজহারুল, ডা. বিটুল বাশীর, বগুড়া স্পেশালাইজড হাসপাতালের ম্যানেজার সাজু মিয়া, সজিব, মইনুলসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি