কিশোরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
“মুজিব বর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” স্লোগান নিয়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে এ দিবস উপলক্ষে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিসের একটি দল অগ্নিকান্ড বিষয়ক মহড়া দেয়। পরে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু হাসনাত সরকার, মাধ্যমিক সুপারভাইজার হাবিবুল্লাহ, কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক মন্ডল প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ছাত্র-ছাত্রী, ফায়ার সার্ভিস কর্মী, সাংবাদিক উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি