বগুড়া ইউনিক পাবলিক স্কুলে আলোচনা ও পুরস্কার বিতরণ
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বগুড়া ইউনিক পাবলিক স্কুলে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের জলেশ^রীতলা স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান তনছের আলী প্রমানিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেক্টর কমান্ডারস ফোরাম বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। পাকিস্তান সেনাবাহিনীর নির্মম হত্যাযজ্ঞের মুখোমুখি হয়ে এই ভূমির স্বাধীনতাকামী জনগোষ্ঠী তাদের অটল সংকল্প ও অসীম আত্মত্যাগের বিনিময়ে ইতিহাসের ধারাকে বদলে দেয় এবং বাঙালি জাতিকে এক নতুন শুরুর দিকে নিয়ে যায়।
আমরা গভীরতম শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং একটি স্বাধীন দেশের কাঠামো তৈরি করে রেখে গেছেন। তাঁরই সুযোগ্য কণ্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে দিনরাত পরিশ্রম করছেন।
তিনি আরো বলেন, ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) সমবেত জনসমুদ্রে জাতির উদ্দেশে ঐতিহাসিক ভাষণ দেন বঙ্গবন্ধু। তাঁর এই ভাষণ জাতিকে অনুপ্রাণিত করে স্বাধীনতার জন্য সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। ২০১৭ সালে ইউনেস্কো এই ঐতিহাসিক ভাষণকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। ১৯৭১ সালের ৭ মার্চ বাঙালির জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিক পাবলিক স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য সাখাওয়াত হোসেন, ঠান্ডু, মোজাহারুল, আনোয়ার, কিশোর কুমার মোহন্ত, প্রধান শিক্ষক মানিক রতন, সহকারি শিক্ষক আজমির কবির, আশরাফুল করিম রুমি, নাজির আহম্মেদ, সুলতানা সাবরিন নদী, হোসনে আরা পপি, হাফসা চৌধুরী, মাহবুব রহমান, সিরাতুল ফেরদৌস, ইসরাত জাহান, সাবরিনা সুলতানা, আমিনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন তারেক মাহমুদ ও সাঈদ হাসান।
দুই দিন ব্যপি এ অনুষ্ঠানে ৭ই মার্চের ভাষণ, কবিতা আবৃতি, রচনা প্রতিযোগিতা ও গান স্থান পায়। এসব প্রতিযোগিতায় স্কুলের প্রাথমিক শাখা ও মাধ্যমিক শাখার ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে।
শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি