শাজাহানপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
বগুড়ার শাজাহানপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি,আলোচনা সভা এবং ভূমিকম্প-অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।দিবসটির এ বছর প্রতিপাদ্য ছিল “মুজিববর্ষের সফলতা,দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা”।
বৃহস্পতিবার বেলা ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ আলোচনা সভা, ভুমিকম্প-অগ্নিকান্ড বিষয়ক মহড়া দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আশিক খান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব রহমান সার্বিক ব্যবস্থাপনায় ও শাজাহানপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আশরাফুল ইসলামের সহযোগিতায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ,উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান,উপজেলা কৃষি কর্মকতা নূরে আলম,উপজেলা সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফ উদ্দিন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান রেজা,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ছানোয়ার হোসেন,উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম,মাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী মন্ডল,উপজেলায় আগত জনসাধারণ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি