চিরিরবন্দরে বেসিক ব্যাংকের উদ্যোগে কৃষি ঋণ বিতরণ
বেসিক ব্যাংক লিমিটেড দিনাজপুরের চিরিরবন্দর শাখায় প্রকাশে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। কৃষি ও পল্লী ঋণ নীতিমালার আওতায় ব্যাংকের শাখা কার্যালয়ে ওই ঋণ বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিকেলে (১০ মার্চ) বিকেল ৪টায় ওই ঋণ বিতরণ অনুষ্ঠানের করা হয়েছে।
এ ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা কৃষি অফিসার রাজা মিয়া।
বেসিক ব্যাংক লিমিটেড চিরিরবন্দর শাখা বাবস্থাপক মো. মোস্তাক মামুনের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে শাখার রিলেশনশিপ ম্যানেজার মো. বাদশা মিয়া, অপারেশন ম্যানেজার মো. আলমগীর কবির,ক্রেডিট কর্মকর্তা মো. ওয়াহেদুল ইসলামসহ ঋণ গ্রহণকারী কৃষকরা উপস্থিত ছিলেন।
পরে কৃষকদের হাতে কৃষি ঋণের মঞ্জুরীপত্র তুলে দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি চিরিরবন্দর উপজেলা কৃষি অফিসার রাজা মিয়া কৃষকদের হাতে কৃষি ঋণের মঞ্জুরীপত্র তুলে দেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: