বগুড়া সেনানিবাসে ৪ দিনব্যাপী গল্ফ টুর্নামেন্ট সমাপনী অনুষ্ঠিত
বগুড়া সেনানিবাসে ৪ দিনব্যাপী ২য় রানার কাপ গল্ফ টুর্নামেন্ট সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল এ.কে.এম নাজমুল হাসান, এনডিসি, পিএসসি, সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সন্ধায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ৮ মার্চ থেকে শুরু হওয়া এই টুনামেন্টে ১৩০ জন গলফার অংশ গ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে বগুড়া সেনানিবাসের উর্দ্ধতন সামরিক কর্মকর্তা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ষ্টাফ রিপোর্টার