বগুড়া প্রেসক্লাবের স্বাধীনতা দিবস ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
বগুড়া প্রেসক্লাবের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন। প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক লতিফুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শফিউল আযম কমল, কোষাধ্যক্ষ কমলেশ মোহন্ত শানু, সিনিয়র সাংবাদিক সমুদ্র হক, মহসীন আলী রাজু, আব্দুর রহীম বগড়া, ক্রীড়া উপ কমিটির সদস্য মাসুদুর রহমান রানা, এইচ আলিম, তোফাজ্জল হোসেন, ইলিয়াস হোসেন, ফরহাদ শাহী, প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সিজু, কার্যনির্বাহী সদস্য নাজমুল হুদা নাসিম, আব্দুর রহীম, প্রেসক্লাবের সদস্য বাদল চৌধুরী, আসাফ উদ দৌলা ডিউক, আহমেদ উল্লাহ মনু, রাজু আহমেদ, আলমগীর হোসেনসহ অন্যান্য সাংবাদিক ও প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি