বগুড়া নারুলী সাংস্কৃতিক গোষ্ঠির সভাপতি সাজ্জাদ’র পিতার মৃত্যুতে শোক প্রকাশ
বগুড়া নারুলী সাংস্কৃতিক গোষ্ঠির সভাপতি সাজ্জাদ আলীর পিতা মোসলেম উদ্দিন প্রাং আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৮ বছর।
পরিবারিক সুত্রে জানা যায়, শুক্রবার ভোর রাতে হৃদরোগ আক্রান্ত হলে দ্রুত তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারা যান। তিনি পাবলিক হেলথ অফিসে চাুকরী করতেন। ২০০০ সালে অবসর গ্রহণ করে ব্যবসা করে আসছিলেন। ব্যক্তি জীবনে তিনি দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
বাদ এশা বগুড়া শহরের নারুলী ঈদগা মাঠে নামাজে যানাজা শেষে দক্ষিণ বগুড়া ভাইপাগলা মাজারে দাফন করা হয়।
তার মৃত্যুতে বগুড়ার সাংস্কৃতিক অঙ্গন শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি, বগুড়া থিয়েটার এবং বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, জোটের সাধারণ সম্পাদক ও বগুড়া বাউল গোষ্ঠির সভাপতি আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া নাট্যগোষ্ঠির সভাপতি মো: জাহিদুর রহমান মুক্তা, সাধারণ সম্পাদক সৈয়দ সুলতান আলম, বাংলাদশ গ্রাম থিয়েটারের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, বগুড়া আনন্দকণ্ঠ এর সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, বগুড়া নাট্যদলের সভাপতি মির্জা আহছানুল হক দুলাল, বাঙময় আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক দৌলতুজ্জামান দৌলত, সংশপ্তক থিয়েটারের সভাপতি আব্দুল্লাহেল কাফী তারা, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, নজরুল পরিষদ বগুড়ার সভাপতি এড. মনতেজার রহমান মিন্টু, সাধারণ সম্পাদক হাকীম এমএ আব্দুল মজিদ মিয়া, চর্চা সাংস্কৃতিক একাডেমির পরিচালক আব্দুল আউয়াল, শব্দকথন সাহিত্য আসরে সমন্বয়কারি আব্দুস সালাম বাবু, সদস্য মাহাবুব টুটুল, অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠির সভাপতি মনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক লিপি প্রধান, গীতিচর্চা সঙ্গিতালয়ের সভাপতি তাপসী দে, সাধারণ সম্পাদক এইচ আলিম, অ আ সাহিত্য সংসদের সভাপতি রবিউল আলম অশ্রু, নন্দন শিল্পী গোষ্ঠির সভাপতি মতিয়ার রহমান বাবলু, সাধারণ সম্পাদক রনজু ইসলাম, প্রকাশ শৈলীর সভাপতি লুবনা জাহান, সাধারণ সম্পাদক ঈমামুল হুদা বিপ্লব, পাঠকপণ্য পাঠশালার সাধারণ সম্পাদক জয়ন্ত দেব, বিহঙ্গ আবৃত্তি পরিষদের সভাপতি ফজলে রাব্বি ও সাধারণ সম্পাদক অনুপ কুমার দাস সুবল, বগুড়া থিয়েটারের দপ্তর সম্পাদক অলক পাল, কলেজ থিয়েটারের আহবায়ক রবিউল করিম হৃদয়, অভিনেতা শাহাদৎ হোসেন, কণ্ঠশিল্পি বিমল কবিরাজ, কণ্ঠশিল্পী প্রনব সান্নালসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করেন।

ষ্টাফ রিপোর্টার