ধুনট উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
বগুড়ার ধুনট উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে মো. সাচ্চু মল্লিক সভাপতি ও ফারুক আহম্মেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে মহিলা কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ত্রি-বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সম্মেলনের উদ্বোধক বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি মো. আলমগীর বাদশা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষক লীগ একটি সুশৃংঙ্খল সংগঠন। এ সংগঠনে রাজাকার, আলবদর, আলসামস ও জামাত-বিএনপির কোন ঠাই নেই।
যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসে তাদের মুল্যায়ন করতে হবে। যারা দীর্ঘদিন ধরে জামাত-বিএনপির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে তাদেরকে নেতৃত্বে নিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থেকে কৃষক লীগকে আরও শক্তিশালী করতে হবে। আমাদের মনে রাখতে হবে, সংগঠনকে শক্তিশালী করে জনগণের পাশে থেকে জনমত সৃষ্টি করতে পারলেই যেকোন কিছু অর্জন করা সম্ভব হয়।
উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. টি আই এম নূরুন্নবী তারেক। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক মঞ্জু।
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. সাচ্চু মল্লিকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি ও দায়িত্বপ্রাপ্ত নেতা আবু বক্কর সিদ্দিক রাজা, আনোয়ার পারভেজ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল রহমান, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান তুষার, প্রচার সম্পাদক মাহমুদ খান ডন, কৃষি ও ফলজ বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন সদস্য ও দায়ত্বপ্রাপ্ত নেতা ইদ্রিস আলী শেখ, সদস্য বজলার রহমান বকুল, জহিদুল ইসলাম রাসেল, শেরপুর উপজেলা কৃষক লীগের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা লিটন, শাজাহানপুর উপজেলার সভাপতি আবুল কালাম আজাদ ঠান্ড প্রমুখ।
সম্মেলন শেষে মো. সাচ্চু মল্লিক কে সভাপতি ও ফারুক আহম্মেক কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ধুনট উপজেলা কৃষক লীগের কমিটি ঘোষনা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি