তথ্য প্রযুক্তি ও বিনোদনমুখি শিক্ষার পরিবেশ তৈরিতে বর্তমান সরকার বদ্ধপরিকর
জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও নীলফামারী ৪ আসনের সাংসদ আহসান আদেলুর রহমান আদেল বলেন- তথ্য প্রযুক্তি নির্ভর ও সুশৃংখল বিনোদনমুখি শিক্ষার পরিবেশ তৈরিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে। তথ্য প্রযুক্তি শিক্ষাসহ শিক্ষায় শিক্ষিত হয়ে আগামী প্রজন্ম দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারে সেভাবেই শিক্ষা ক্ষেত্রে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার । আমার নির্বাচনী এলাকার কিশোরগঞ্জ উপজেলার শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষাসহ শিক্ষিত হয়ে কিশোরগঞ্জ উপজেলাকে শিক্ষা উন্নয়নসহ সকল ক্ষেত্রে উন্নয়নে রোল মডেলে পরিণত করবে বলে আমি আশাবাদি। তিনি শনিবার কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা এ. ইউ বহুমুখী ফাজিল মাদ্রাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা এ. ইউ বহুমুখী ফাজিল মাদ্রাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ প্রতিষ্ঠানের সভাপতি ও স্থানীয় সাংসদের প্রতিনিধি রেজাউল আলম স্বপন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম-সিদ্দিকী, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এস এম শরীফ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নীলফামারীর প্রকৌশলী গোলাম মোস্তফা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যার রশিদুল ইসলাম, বড়ভিটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমান, রনচন্ডী ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান বিমান, অধ্যক্ষ মৌঃ মোঃ অহিদুল ইসলাম, মোজাফ্ফর হোসেন প্রমুখ।
এর আগে দুপুরে তিনি ডঃ আসাদুর রহমান কলেজের চার তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন ও রনচন্ডী বসুনিয়াপাড়া বালিকা দাখিল মাদাসার একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন।

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি