বগুড়া ওয়াইএমসিএ’র শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের উপর সেমিনার
বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট এর ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মাঝে, চতুর্থ শিল্প বিপ্লব এর উপর সেমিনার রবিবার প্রতিষ্ঠানের পলবেসরা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী ভিভিয়ান রিওন মারান্ডী। তিনি বলেন, এখন আমাদের দেশের নীতিনির্ধারকদের উচিত চতুর্থ শিল্পবিপ্লব-সম্পর্কিত গবেষণা ও উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষানীতি পুনর্বিবেচনা করা, যাতে বৈশি^ক পর্যায়ে আমাদের দেশের তরুণ প্রজন্ম একটি প্রতিযোগিতামূলক, উদ্ভাবনী ও দক্ষ হিসেবে টিকে থাকতে পারে। আমরা সকলে মিলে উদ্ভাবন করি অনুকরণ নয় এমন কথা জানান।
তিনি আরো বলেন, বর্তমান বিশে^র বহুল আলোচিত বিষয়ের মধ্যে চতুর্থ শিল্পবিপ্লব অন্যতম একটি বিষয়। চতুর্থ শিল্প বিপ্লব হলো আধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত উৎপাদন এবং শিল্প ব্যবস্থার স্বয়ংক্রিয়করণের একটি চলমান প্রক্রিয়া। আজকের যুগের ডিজিটাল বিপ্লব, যাকে চতুর্থ শিল্প বিপ্লব হিসেবে গণ্য করা হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লব শব্দটির উৎপত্তি ২০১১ সালে, জার্মান সরকারে একটি হাই টেক প্রকল্প থেকে।
বাংলাদেশে এই বিপ্লবের সুযোগ গ্রহণ করতে হলে আগাম ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবের অত্যাধুনিক প্রযুক্তি আইওটি ব্লকচেইন ্ও রোবটিক্স ইত্যাদির ব্যবহার করতে দ্রুত কৌশলগত পরিকল্পনা করতে হবে। ৪র্থ শিল্প বিপ্লবের সুযোগকে কাজে লাগাতে হলে আমাদের প্রধানতম লক্ষ্য হতে হবে ৪র্থ শিল্প বিপ্লবের উপযোগী সুদক্ষ মানবসম্পদ সৃষ্টি, আর এজন্য প্রয়োজন হবে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট এর শিক্ষক এ কে আজাদ পিকে, অবসর প্রাপ্ত বিভাগীয় প্রধান (ইলেকট্রিক্যাল) সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট, বগুড়া ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এর চেয়ারম্যান ও সিইও, আব্দুল্লাহ হিল মারুফ সিদ্দিকী, মিজানুর রহমান, ম্যানেজিং ডাইরেক্টর। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ আইএনএম মাহবুবুল ইসলাম সহ সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি