গাবতলীতে অবৈধভাবে মজুদ রাখায় ২১টন সার জব্দ
বগুড়ার গাবতলীতে অবৈধভাবে মজুদ রাখায় ২১মেট্রিক টন অর্থাৎ ৪’শ ২০বস্তা ইউরিয়া সার উদ্ধার করে থানায় জব্দ করে রাখা হয়েছে।
রবিবার বেলা আনুমানিক ৩টায় উপজেলার নাড়–য়ামালা হাটে জিন্নাহ খান এর ভাই ভাই ট্রেডার্স এ ঘটনা ঘটে।
ঘটনার প্রেক্ষিতে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে উপজেলার নাড়–য়ামালা হাটে জিন্নাহ খান এর ভাই ভাই ট্রেডার্সে অভিযান চালানো হয়।
এ সময় ২১মেট্রিক টন অর্থাৎ ৪’শ ২০বস্তা ইউরিয়া সার অবৈধভাবে মজুদ রাখা হয়েছে এবং আরো রাখা হচ্ছিল। তখন সার গুলোর ক্রয়-বিক্রয় করার কাগজপত্র দেখতে চাওয়া হলে সঠিক কাগজপত্র দেখাতে না পারায় সার গুলো জব্দ করে থানা নিয়ে আসা হয়। তাঁরা আরো জানান, সার গুলো আদমদিঘী এবং গাবতলী এলাকার প্রভাবশালী ডিলারের। এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান সোমবার বাদী হয়ে থানায় মামলা দায়ের করবেন বলে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন। সার ব্যবসায়ী জিন্নাহ খান নাড়–য়ামালা ইউনিয়নের প্রথমার ছেও গ্রামের মৃত আব্দুর রহিম উদ্দিন খান এর ছেলে বলে জানা গেছে।

গাবতলী, বগুড়া প্রতিনিধি