গাবতলীতে দুটি ইউনিয়নে ২৪জন মেম্বারের শপথ করালেন ইউএনও
রবিবার উপজেলা পরিষদ ইছামতি হলরুমে বগুড়া গাবতলীর সোনারায় ও নেপালতলী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ২৪জন মেম্বারকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান। এর মধ্যে সোনারায় ইউনিয়নে ৩জন নারী (সংরক্ষিত) ও ৯জন পুরুষ মেম্বার এবং নেপালতলী ইউনিয়নে ৩জন নারী (সংরক্ষিত) ও ৯জন পুরুষ মেম্বার অর্থাৎ ৬জন নারী ও ১৮জন পুরুষ মোট ২৪জন মেম্বার শপথ নেন।
শপথ বাক্য পাঠ করানোর পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান নব-নির্বাচিত মেম্বারদের উদ্দ্যেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, সোনারায় ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান আলতাব, নেপালতলী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত শহিদুল ইসলাম বাবু প্রমূখ।

গাবতলী, বগুড়া প্রতিনিধি