বগুড়া জেলা কৃষকলীগের প্রস্তুতিমুলক সভা
১৫ই মার্চ কৃষক হত্যা দিবস ও ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশূ দিবস পালন উপলক্ষে বগুড়া জেলা কৃষকলীগের উদ্যোগে প্রস্তুতিমুলক সভা করা হয়েছে।
রোববার রাতে শহরের খাজাপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেলার সাধারন সম্পাদক মুঞ্জুরুল হক মঞ্জুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলার সহ-সভাপতি অধ্যাপক শ্যামল পাইকার, যুগ্ন সাধারন সম্পাদক শাহীন কাদির জোয়ারাদার, সাংগাঠনিক সম্পাদক আখতারুজ্জামান তুষার, আরিফুল ইসলাম সুমন, প্রচার সম্পাদক মাহমুদ খান ডন, অর্থ বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সাগর, মিজানুর রহমান।
আরো উপস্থিত ছিলেন জেলার সদস্য বজলুর রহমান বকুল, তাহমিদ হোসেন রনি, রাসেল জাহিদ, আদমদীঘি উপজেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক সঞ্জয় সরকার, খোরশেদ আলম চান, হানিফ, গোলাপ, মুকুল মিয়া এবং শহরের যুগ্ন আহবায়ক হযরত আলী প্রমুখ। উল্লেখ্য ১৯৯৫ সালের ১৫ই মার্চ তৎকালীন বিএনপি জামাত জোট সরকার কর্তুক সারাদেশব্যাপি সারের জন্য আন্দোলনরত কৃষকদের উপর পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত ১৮জন কৃষকদের কে হত্যা করা হয়। সেই থেকে এদিনটিকে কৃষক হত্যা দিবস হিসেবে পালন করে বাংলাদেশ কৃষকলীগ। ১৫ই মার্চ ও ১৭ই মার্চের কর্মসুচিতে জেলা কৃষকলীগের সকল নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন জেলার সভাপতি ও সাধারন সম্পাদক।

প্রেস বিজ্ঞপ্তি