বগুড়ায় বেসিক ড্রাইভিং প্রশিক্ষণ শুরু
বগুড়া জেলা পরিষদ কর্তৃক ২০২০-২১ অর্থ বছরের রাজস্ব বরাদ্দের আওতায় জেলার বেকার যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য বেসিক ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচি শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠান করা হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে বিআরটিসি বাস ডিপো হলরুমে জেলা পরিষদের উদ্যোগে ও বিআরটিসি বগুড়ার সহযোগিতায় এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আত্মকর্মসংস্থানের জন্য প্রয়োজন ব্যক্তিগত দতা ও স্বনির্ভর পেশায় নিয়োজিত থেকে জীবিকা অর্জনের প্রবল ইচ্ছা শক্তি।
যে সমাজ ও দেশে উদ্যোক্তার সংখ্যা যত বেশি, সে সমাজ বা দেশ অর্থনৈতিকভাবে তত উন্নত। প্রত্যেক দেশেই জনগনকে বিভিন্ন কাজে স্বাবলম্বী করার জন্য কিছু প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঐসকল প্রতিষ্ঠান আগ্রহী ব্যক্তিদের বিভিন্ন কাজে উদ্বুদ্ধ করেন এবং বিভিন্ন ধরনের প্রশিণ প্রদান করে থাকেন।
এই প্রশিক্ষণের মাধ্যমে অনকেই দক্ষ হয়ে গড়ে উঠেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বেকারত্ব মোচনে নানামূখী পদক্ষেপ গ্রহন করেছেন।
বিআরটিসি বাস ডিপো বগুড়ার ডিজিএম (পিএন্ডএস) মনিরুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ. কে. এম আছাদুর রহমান দুলু, জেলা পরিষদের উপ-সহকারি প্রকৌশলী মো. জাকির হোসেন, সদস্য মাফুজুল ইসলাম রাজ।

প্রেস বিজ্ঞপ্তি