বগুড়ায় ছাত্র ইউনিয়ন এর সাংস্কৃতিক শাখা "সাংস্কৃতিক ইউনিয়ন" এর কমিটি গঠন
বগুড়ায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর সাংস্কৃতিক শাখা, "সাংস্কৃতিক ইউনিয়ন" এর ৯ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে। সাংস্কৃতিক শাখা গঠন এর আগে জেলা ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা কার্যালয়ে কর্মিসভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন বগুড়ার সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হামিদ সুজন এবং পরিচালনা করেন সদস্য আফ্রিক হাসান প্রান্ত।
এ সময় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন এর সাবেক নেতা ও সিপিবি বগুড়ার সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সাদ্দাম হোসেন, সাধারন সম্পাদক সোহানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ছাব্বির আহম্মেদ রাজ, কোষাধ্যক্ষ বায়েজিদ রহমান, দপ্তর সম্পাদক নিয়ামুল ইসলাম আকিব, আজিজুল হক কলেজ সংসদের সভাপতি আরমানুর রশিদ আকাশ প্রমুখ।
বক্তারা এসময় বলেন "সুস্থধারার সাংস্কৃতিক চর্চা ফিরিয়ে আনা ও বিদেশি অপ-সংস্কৃতি রুখে দিতে সকল সংস্কৃতিমনা মানুষকে এক হতে হবে। সকল অপসংস্কৃতি রুখে দিয়ে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে এবং বাঙ্গালি সংস্কৃতির বিকাশ ঘটাতে সাংস্কৃতিক ইউনিয়ন নিরলসভাবে কাজ করে যাবে। "
৯ সদস্য বিশিষ্ট সাংস্কৃতিক ইউনিয়ন বগুড়া জেলা শাখাঃ
সম্পাদকঃ আব্দুল হামিদ সুজন
সদস্যঃ
আরমানুর রশিদ আকাশ
আফ্রিক হাসান প্রান্ত
অদিতি ফরিদ
পলাশ চন্দ্র নয়ন
সাখাওয়াত হোসেন শিশির
শিশির কুমার
কমিটিতে ২ টি পদ ফাঁকা রাখা হয়েছে, যা পরবর্তীতে কাজের ভিত্তিতে কো-অপ্ট করা হবে।

প্রেস বিজ্ঞপ্তি