শাজাহানপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও জঙ্গীবাদ প্রতিরোধে ইমামদের প্রশিক্ষণ কর্মশালা
বগুড়ার শাজাহানপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা,সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে মসজিদের খতিব ও ইমামদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশনের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকতা আসিফ আহমেদ সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ,উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আব্দুল হামিদ,দৈনিক করতোয়ার ইসলামিক অনুষ্ঠান এসো আলোর পথের উপস্থাপক মোস্তাকিম হোসাইন,উপজেলা একাডেমিক সুপারভাইজার আমিনুর ইসলাম প্রমুখ।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাছাইকৃত ১০০ জন ইমাম অংশগ্রহণ করেন।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ