শেখ হাসিনাই সর্বপ্রথম নার্সদের মর্যাদা দিয়েছেন:দুলু
বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ. কে. এম আছাদুর রহমান দুলু বলেছেন, নার্সিং একটি মহান পেশা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সর্বপ্রথম নার্সদের মর্যাদা দিয়েছেন। তার আমলেই নার্সদের যত উন্নয়ন। নার্সরা জনগণের সেবার সঙ্গে জড়িত। এ পেশায় আসতে হলে মানুষের সেবার মানসিকতা থাকতে হবে।
সোমবার বেলা ১২টার দিকে প্রতিষ্ঠানের হলরুমে ব্যাডস নার্সিং ইন্সটিটিউটের ২০১৮-১৯ সেশনের ৫ম ব্যাচের বিদায় ও ২০২২ ৭ম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যখাতে সেবার মান বাড়ানোর জন্য সারা দেশে ৩৭ হাজার নার্স নিয়োগ দিয়েছেন। স্বাস্থ্য সেবার মানোন্নয়নের লক্ষ্যে এর সরকার কাজ করছে। যাতে করে গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা কোন রোগী সঠিক সেবা থেকে বঞ্চিত না হয়। আপনাদের ভালো ব্যবহার এবং ভালো সেবার মাধ্যমে একজন রোগী দ্রুত সুস্থ্য হয়ে উঠবে।
ব্যাডস নার্সিং ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ববিতা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. আকতারুজ্জামান সরকার ( মিন্টু)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এম মুনসুর আলী ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক শামীমা জেসমিন।
এসময় আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক নুরজাহান, খলিলুর রহমান, সামছুল আলম, মিসেস করিম, নুর আলম সরকার, ড. রাহিসহ প্রমুখ।
শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ক্রেস্ট প্রদান করেন। সেই সাথে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর এক মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রেস বিজ্ঞপ্তি