বিএনপির আমলে সারের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছিল: বাদশা
বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি মো. আলমগীর বাদশা বলেছেন, ১৯৯৫ সালের ১৫ মার্চ তৎকালীন বিএনপি সরকারের সময় সারের দাবিতে আন্দোলনরত কৃষক জনতার উপর নির্বিচারে গুলি করে ১৮ জন কৃষক জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়। কৃষককে সেদিন সারের জন্য জীবন দিতে হয়েছিল।
তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ওয়াদা করেছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় গেলে সারের জন্য আর দাবী করতে হবে না। সার কৃষকের হাতে হাতে পৌছেঁ যাবে। ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার সেই ওয়াদা পালন করেছেন।
মঙ্গলবার সকালে শহরের টেম্পল রোড দলীয় কার্যালয়ে বগুড়া জেলা কৃষক লীগ আয়োজিত কৃষক হত্যা দিবসে কৃষক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, কৃষক-রত্ন শেখ হাসিনা দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি কৃষক সমাজের জন্য সারের দাম সহনীয় পর্যায়ে রেখেছেন। তারই ধারাবাহিকতায় আজ কৃষিতে ঈর্ষণীয় সাফল্য এসেছে। বর্তমান সরকার কৃষকদের ন্যায্যমূল্যে সারসহ কৃষি উপকরণ সরবরাহ করছে। সার বীজ খুব সহজে কৃষকেরা পেয়ে যাচ্ছে। আজ দেশের কৃষক ভাইদেরকে সারের জন্যে আন্দোলন করতে হয় না।
বাদশা বলেন, বর্তমান সরকার কৃষি উন্নয়নে নানা ধরনের কৃষিবান্ধব নীতি ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন করেছে। এর ফলে কৃষি উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদেরকে ভালবাসেন। তিনি শিশুকাল থেকেই কৃষকদের দুঃখ-দুর্দশা দেখেছেন। তাই, তাঁর নেতৃত্বে এ সরকার কৃষকদের সহায়তা প্রদানের লক্ষ্যে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ কার্যক্রমের আওতায় বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান করা হচ্ছে। তাছাড়া সরকার সারে ভর্তুকি দিচ্ছে।
এসময় তিনি কৃষকদের নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একইসাথে বর্তমান কৃষক বান্ধব সরকারের সকল উন্নয়ন প্রকল্পের বরাদ্দ যাতে কৃষকরা সমানভাবে পায় এজন্য কৃষক নেতাদের সজাগ থাকার আহবান জানান।
জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক মঞ্জুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি মাকছুদুল হাসান রুহেল, অধ্যাপক শ্যামল পাইকার, আবু বক্কর সিদ্দিক রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল রহমান, শাহিন কাদির জোয়ারদার, আব্দুল বারি পলাশ, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান তুষার, আরিফুল ইসলাম সুমন, প্রচার সম্পাদক মাহমুদ খান ডন, সহ-প্রচার সম্পাদক খালেকুজ্জামান, কৃষি ও ফলজ বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, কৃষি ঋণ ও পুর্নবাসন সম্পাদক বকুল আহম্মেদ, সেচ পানি ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক খন্দকার মিজানুর রহমান মিজান, বকুল মিয়া, সদস্য বজলার রহমান বকুল, শহর কৃষক লীগের আহবায়ক মাসুদ রানা সরকার।
এসময় উপস্থিত ছিলেন কৃষক লীগ নেতা মুকুল েেহাসেন, সদর থানা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক স্বপন মোল্লা, ৬ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আব্দুর রশিদ, জয় সাকিদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি