পোরাশায় জেলা প্রশাসকের মতবিনিময়
নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিপিএ পোরশা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকতা-কর্মচারী, সেবা গ্রহিতা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম ও মমতাজ বেগম, থানার অফিসার ইনচার্জ শফিউল আজম খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ৬ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর পূর্বে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান একই স্থানে গণশুনানীতে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও ভূমি অফিস পরিদর্শন করেন।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :