বগুড়ায় স্বাধীনতা দিবস কাপ কাবাডি টুর্ণামেন্টের উদ্ধোধন
বগুড়ায় মহান স্বাধীনতা দিবস কাবাডি টুর্ণামেন্টের উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে ৫টায় মমতাজ উদ্দিন স্টেডিয়ামে বগুড়া কাবাডি একাডেমীর আয়োজনে ও খাঁন এন্টারপ্রাইজ এবং গুঞ্জন গ্রুপের সার্বিক সহযোগীতায় মহান স্বাধীনতা দিবস কাপ কাবাডি টুর্ণামেন্টের উদ্ধোধন করেন প্রধান অতিথি জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম।
জেলা ক্রিড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রিড়া সংস্থর সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি মাসুদুর রহমান মিলন সিআইপি। এতে আরো উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন, সদর থানার ওসি সেলিম রেজা, ক্রিড়া সংস্থার কোষাধ্যক্ষ শামিম কামাল, নির্বাহি সদস্য জামিলুর রহমান জামিল, শফিকুল ইসলাম বাবু, শহিদুল ইসলাম স্বপন, ক্রিড়া অফিসার মাসুদ রানা, দিলরুবা আমিনা আক্তার বানু সুইট, জাকিয়া সুলতানা আমিনা, জাকির হোসেন, জাহিদ, রোমান সুমন, প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি