পঞ্চগড়ে বেশী দামে ভোজ্য তেল বিক্রির অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা
পঞ্চগড়ে বেশী দামে ভোজ্য তেল বিক্রির অপরাধে ইসলাম ফাওয়ারস এন্ড ওয়েল মিলস্ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরে পঞ্চগড় শহরের রাজনগর এলাকায় অভিযানে ওই জরিমানা করেন পঞ্চগড় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
তিনি জানান, বোতলের গায়ে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্য দিয়ে তেল বিক্রি করার অপরাধে প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়। একই সঙ্গে পরবর্তীতে এ ধরণের কাজ না করতেও সতর্ক করা হয়েছে। বাজার তদারকিমূলক এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পঞ্চগড় প্রতিনিধি