প্রকল্পে অতিরিক্ত বরাদ্দ চেয়ে বগুড়ায় ঠিকাদারদের সংবাদ সম্মেলন
বেশ কয়েকদিনের ব্যবধানে হঠাৎ করেই অস্বাভাবিকভাবে সকল প্রকার নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ার দরুণ প্রকল্পে নির্মাণ ব্যয় বেড়ে যাওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে চলমান উন্নয়ন প্রকল্পে অতিরিক্ত বরাদ্দের দাবি জানিয়ে বগুড়ায় সংবাদ সম্মেলন করেছে ঠিকাদাররা।
বুধবার দুপুর ১২টার দিকে বগুড়া প্রেসক্লাবে ঠিকাদারদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে এই দাবি জানান জেলা ঠিকাদার সমন্বয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান।
সংবাদ সম্মেলনে ঠিকাদাররা দাবি করেন, মাত্র এক থেকে দেড় মাসের ব্যবধানে ইট, রড, সিমেন্টসহ নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি পেয়েছে। এর আগে কখনও এত দ্রুত সময়ে নির্মাণ সামগ্রীর দাম এভাবে বৃদ্ধি পায়নি। আর সব রকম নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় প্রতি প্রকল্পে ৫০ শতাংশ ব্যয় বেড়ে গিয়েছে। এতে সব ঠিকাদাররা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাই প্রকৃত বাজার দর যাচাই করে প্রকল্প প্রতি অতিরিক্ত বরাদ্দের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিতে প্রধানমন্ত্রীর অনুগ্রহ কামনা করেন তারা। এছাড়াও ঠিকাদাররা প্রকল্পে তাদের মুলধন ফেরতসহ ১০ শতাংশ লাভ দাবি করেন। সংবাদ সম্মেলনে জেলা ঠিকাদার সমন্বয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান আরো বলেন, এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পেছনে কোন সিন্ডিকেটের ষড়যন্ত্র থাকতে পারে।

ষ্টাফ রিপোর্টার