শিবগঞ্জ কিচক নতুন ও পুরাতন বাজারে পৃথক ২টি শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের ঐতিহাসিক কিচক বাজারে শ্রমিক সংগঠনের মধ্যে মত বিরোধের কারনে এক শ্রমিক নেতাকে নিমর্ম ভাবে কুপিয়ে হত্যা করা হয়। এরপর থেকে শ্রমিক ইউনিয়নের মধ্যে চরম উত্তেজনা রিবাজ করে । এর প্রেক্ষিতে বাজারের ব্যবসায়ীদের গন্যমান্য ব্যক্তিবর্গের সমজতায় পৃথক ২টি শ্রমিক ইউনিয়নের লেবার সংগঠন গঠন করা হয়।
এতে করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমন ঘটে। এবং বিদ্যমান ২টি শ্রমিক সংগঠন পৃথক ভাবে কমিটি গঠন করা তাদের কার্যক্রম পরিচালনা করায় এলাকায় শাস্তির পরিবেশ ফিরে এসে। এতে করে আর কোন দিধাদন্ড পরিলক্ষিত হচ্ছে না। ২টি সংগঠনের বাজার লোড-আনলোড লেবার ইউনিয়নের পৃথক ২টি শ্রমিক সংগঠনের সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনের একটি সংগঠনের শিবগঞ্জ উপজেলা লোড-আনলোড লেবার ইউনিয়ন কিচক হাট শাখার সর্ব সম্মতিক্রমে অত্র সংগঠনের রফিকুল ইসলাম কে সভাপতি এবং আনিসুর রহমান কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
অপরদিকে কিচক নতুন বাজার আড়ৎ কুলি শ্রমিক ইউনিয়ন এর সম্মেলনে সর্ব সম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। এতে মোকলেছার রহমান কে সভাপতি, আক্কাসুর রহমান সান্না কে সাধারণ সম্পাদক, আব্দুল আলিম কে ক্যাশিয়ার হিসাবে নির্বাচিত করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা যুবলীগ নেতা, আমিরুল ইসলাম, মামুন পাটোয়ারী, সাবেক ইউপি সদস্য জাহেদুল ইসলাম খোকা, ইউপি সদস্য সোহেল আহম্মেদ, বাকী বিল্লাহ, হেলাল উদ্দিন প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ