সৈয়দপুরে শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুরে শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের বার্ষিক বনভোজন - ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ মার্চ) উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর গ্রামে অবস্থিত প্রতিষ্ঠান চত্বরে ওই বনভোজনের আয়োজন করা হয়।
বনভোজন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী - ৪ আসনের সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি জি এম কবির উদ্দিন সরকার মিঠু, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মো. নাছিম রেজা শাহ্, বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রবিউল ইসলাম মুকুল, সমাজসেবক মোসলেম উদ্দিন, আশরাফুল আলম, আবু বক্কর সিদ্দিক, আবু সায়েদ প্রমূখ।
এছাড়াও শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা শফিকুল আলম, সভাপতি সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, শিক্ষক মোছা. খুরশীদ জাহান, মোছা. শামীমা আক্তার, মো. সোহাগ রানা বিপু, মোতমাইন্না মিতা, অশোক রায়, আব্দল্লাহ্ আল -মামুন বনভোজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বার্ষিক বনভোজন উপলক্ষে সকাল থেকে শিক্ষার্থীরা নানা রঙ-বেরংঙের পোষাক পরিধান করে প্রতিষ্ঠান চত্বরে হাজির হতে থাকে। এদিন প্রতিষ্ঠানের পাঠদান থেকে বিরত থেকে সহপাঠিদের সঙ্গে গল্প গুজব আর হই হুল্লোরে মেতে উঠে শিশু শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা সারাদিন একে অপরকে জড়িয়ে ধরে নেচে গেয়ে আনন্দ উৎসাহের মধ্যে দিনটি উপভোগ করে। এ সময় তারা আনন্দে ও খুশিতে অনেকটাই আত্মহারা হয়ে পড়ে। আর এ দৃশ্য কখনো তাদের পাশে কিংবা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবলোকন করেন শিশু শিক্ষার্থীদের অভিভাবকরা।
প্রসঙ্গত, নীলফামারীর সৈয়দপুর উপজেলার ১ নম্বর কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুুুকুর গ্রামে বিগত ২০১২ সালের শিশু স্বর্গ শিশু নিকেতনটি স্থাপিত হয়। এলাকার বিশিষ্ট সমাজসেবক তছির উদ্দিন সরকারের জায়গায় তাঁরই একমাত্র ছেলে শিক্ষানুরাগী মো. শফিকুল আলম “সত্য, সুন্দর ও শিক্ষার সন্ধানে বেড়ে উঠুক শিশু, ভালবাসার বন্ধনে” ম্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্লে শাখা থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুই শতাধিক শিশু শিক্ষার্থী অধ্যয়ন করছেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: