বগুড়ায় ডিবির জালে ইয়াবাসহ যুবক গ্রেফতার
বগুড়ায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাত আনুমানিক ১০ টার দিকে গাবতলী উপজেলার রামেশ্বরপুর বাজার থেকে ৫'শ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া যুবকের নাম শাহিন মিয়া (২৩) যিনি রামেশ্বরপুর মাঝপাড়া গ্রামের ফন্টু মিয়ার ছেলে।
বুধবার দুপুরে জেলা গোয়েন্দা শাখা থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপরোক্ত তথ্যগুলো জানানো হয়েছে।
বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতার শাহীনের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে এবং বুধবার দুপুরের পর শাহিনকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তিনি বলেন, জেলা পুলিশ সুপারের নেতৃত্বে মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।

ষ্টাফ রিপোর্টার