বগুড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বগুড়ায় শিশু সমাবেশ ও আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এক আনন্দ র্যালী প্রশাসন চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এসে র্যালীটি শেষ হয়। র্যালীতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

ষ্টাফ রিপোর্টার