পঞ্চগড়ে জাতির পিতার ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পঞ্চগড়ে নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সার্কিট হাউস চত্বরে বঙ্গবন্ধুর মুর্যালে পুস্পস্তবক অর্পণ করেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট, আওয়ামীলীগসহ রাজনৈতিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে সেখানে বঙ্গবন্ধুসহ শহীদদের রুহের মাগফেরাত ও দেশ জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
পরে মন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের নিয়ে একশ পাউন্ডের কেক কাটেন। সেখানেই পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া মন্ত্রী বিকেলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে সপ্তাহব্যাপী ‘মুক্তির উৎসব ও স্বাধীনতার সুর্বণজয়ন্তী’ মেলার উদ্বোধন করেন। এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পঞ্চগড় প্রতিনিধি