হাকিমপুরে বিনামূল্যে শিশুরোগীদের স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুরে শিশুরোগীদর বিনামুল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ প্রদান করছে অরবিন্দু শিশু হাসপাতাল।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে হাকিমপুর উপজেলা পরিষদ হলরুমে স্বাস্থ্য সেবা ক্যাম্পটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার নুর এ আলম, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন।
হাকিমপুর উপজেলা পরিষদে অরবিন্দু শিশু হাসপাতালের ১৬ জন চিকিৎসক বিনামুল্যে এই চিকিৎসা ও ঔষধ প্রদান করেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপি শিশু চিকিৎসার পাশাপাশি রুগীদের বিনামুল্যে ঔষধ দেওয়া হচ্ছে।

দিনাজপুর প্রতিনিধিঃ