বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ এর নানা আয়োজন
বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ, বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট যৌথ আয়োজনে গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানের উন্মুক্ত মঞ্চে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করে। এ উপলক্ষে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, কেক কাটা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বগুড়া ওয়াইএমসিএ এর নির্বাহী পরিচালক ও শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন বগুড়ার সাবেক স্পেশাল পিপি এ্যাডভোকেট মনতেজার রহমান মন্টু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালনের মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। জাতির জনকের ৭ই মার্চে ভাষনের গুরুত্ব তুলে ধরতে গিয়ে তিনি বলেন, পৃথিবীর অন্যান্যে দেশের প্রধানদের বক্তব্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেলেও বঙ্গবন্ধুর মত এমন বক্তব্য কেউ দিতে পারেনি। তাঁর বক্তব্যে মানুষ ঘর ছেড়ে জীবন দিয়েছে দেশকে স্বাধীন করেছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া ওয়াইএমসিএ এর পরিচালনা পর্যদের সহ-সভাপতি ডা. রিটা মন্ডল, বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ভিভিয়ান রিওন মারান্ডী, মনিটরিং ও ইভেলুয়েশন কর্মকর্তা কাজী নাজনীন জাহান।
প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রধান অতিথি কেক কাটেন। শেষে এক বিষয়ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিক্ষা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ আশের মাইকেল বেসরার উপস্থাপনায় কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, বাইবেল পাঠ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি