রাণীনগরে নারী শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন
নওগাঁর রাণীনগরে তুলার মিলে আগুন নিভাতে গিয়ে মেশিনের পুলির সাথে হাত লেগে রশিদা বেগম (৫০) নামে এক নারী শ্রমিকের হাত কেটে কব্জির অংশ বিচ্ছন্ন হয়ে গেছে। আহত রশিদাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার কুবরাতলিস্থ রুবেল তুলার মিলে। আহত রশিদা উপজেলার চকাদিন গ্রামের টুকু প্রামানিকের স্ত্রী।
মিল মালিক শহিদুল ইসলাম জানান,প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে মিল চালু করার পর হঠাৎ করে মেশিনের এক অংশে আগুন দেখতে পায় শ্রমিকরা। এসময় আগুন দেখে কিছু শ্রমিক তারাহুড়ো করে মিল থেকে বের হয়ে গেলেও রশিদা বেগম
বস্তা দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। এমন সময় চলন্ত মেশিনের পুলিতে ডান হাত লেগে হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। সাথে সাথে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করায়। সেখানেঅবস্থার অবনতি হওয়ায় রাজশাহী
মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করানো হয়। তবে ওই অগ্নিকান্ডে মিলের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন মিল মালিক শহিদুল ইসলাম।
রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ জানান এমন দৃর্ঘটনার খবর শোনার সাথে সাথে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছিলাম। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :