বাংলা বাঙালি ও বঙ্গবন্ধু সমার্থক
বগুড়ায় জাতির পিতার জন্মবার্ষিকীর আলোচনা সভায় সাংবাদিক নেতারা বলেছেন- বাংলা বাঙালি ও বঙ্গবন্ধু সমার্থক শব্দ। বিশ্বের দরবারে বাংলা ও বাঙালিকে প্রথম তুলে ধরেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও দৃঢ় মনোবলের কারণেই বিশ্বের মানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে জায়গা করে নেয় বাংলাদেশ। দেশ স্বাধীন করতে গিয়ে বারবার কারাবণ করলেও তিনি শৃঙ্খল মুক্তির আন্দোলন থেকে বিচ্যুত হননি, কিংবা বাঙালি জাতিকে স্বাধীনতার আকাঙ্া থেকে সরিয়ে যেতে দেননি। শুধু স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ নয়, তিনি বাংলার উন্নয়ন অগ্রগতিরও আলোর দিশারী।
বগুড়া প্রেস্লোব ও বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) আয়োজিত আলোচনা সভায় বক্তারা একথা বলেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জাতির পিতার ১০২তম জন্মবার্ষিকী উপলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিইউজে সভাপতি আমজাদ হোসেন মিন্টু, বিইউজে'র সাধারণ সম্পাদক জে এম রউফ, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মাসুদুর রহমান রানা, যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান সিজু, কোষাধ্যক্ষ কমলেশ মোহন্ত সানু, সিনিয়র সাংবাদিক সমুদ্র হক, বাদল চৌধুরী, এম সিরাজুল ইসলাম, ইলিয়াস হোসেন, বগুড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক লতিফুল করিম, পাঠাগার সম্পাদক এইচ আলিম, নির্বাহী সদস্য ফরহাদুজ্জামান শাহী, আহম্মেদ উল্লাহ মনু, মনিরুজ্জামান মনির, আলমগীর হোসেন, জেড এ মিলন, মতিউর রহমান মতি, রাজু আহম্মেদ, মামুন বারী প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু সারা জীবন এদেশের সাধারণ মেহনতি মানুষের জন্য কাজ করেছেন। বৈষম্যহীন একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে চেষ্টা চালিয়ে গেছেন। তাঁর সেই প্রত্যাশার পথ ধরেই এখন উন্নয়নের পথে দেশ অগ্রসর হচ্ছে। আর এখানে নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ধারাকে অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের পরে শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। আলোচনা সভার শুরুতেই জাতির পিতা ও তাঁর পরিবারের প্রয়াত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি