বগুড়ার শেরপুুরে ৫৬ প্রহর ব্যাপি মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তনে আমন্ত্রণ জানিয়ে মঙ্গল শোভাযাত্রা
ঐতিহ্যবাহী বগুড়ার শেরপুর টাউন বারোয়ারি হরিবাসর কমিটির উদ্যোগে ৫৬ প্রহর ব্যাপি মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন শুরু হয়েছে। পৌরশহরের ঘোষপাড়াস্থ রাধা গোবিন্দ মন্দির প্রাঙণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে ধর্মীয় ওই অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়ে বৃহস্পতিবার (১৭মার্চ) বিকেলে একটি বিশাল মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ শোভাযাত্রাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শোভাযাত্রায় হিন্দু সম্প্রদায়ের অসংখ্য নারী-পুরুষ অংশ নেন।
অত্র মন্দির কমিটির সভাপতি প্রদীপ সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংগ্রাম কুণ্ডু, আয়োজক কমিটির নেতা- ডা. অরুনাংশু মণ্ডল, শ্যামল বসাক, মধুসুদন দত্ত, মধু কর্মকার, নৃপেন সরকার, বিদ্যুৎ তলাপাত্র প্রমূখ বক্তব্য রাখেন।
শেরপুর টাউন বারোয়ারি হরিবাসর কমিটির সাধারণ সম্পাদক নিমাই ঘোষ জানান, প্রতিবছরের ন্যায় এবারও সাতদিন ব্যাপি অর্থাৎ ৫৬প্রহর ব্যাপি মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলাকীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার অধিবাসের মধ্যদিয়ে শুরু হয়েছে। এটি ৬২তম মাঙ্গলিক অধিবেশন। আগামি ২৫মার্চ পর্যন্ত চলা এই অধিবেশনে দেশ-বিদেশের মোট দশটি দল নাম ও কীর্তন পরিবেশন করবেন। উক্ত ধর্মীয় অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ ভক্তরা যোগ দেবেন বলে আশাবাত ব্যক্ত করেন তিনি। আর ওই অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাতেই মঙ্গল শোভাযাত্রাটি বের করা হয় বলে জানান হরিবাসর কমিটির এই নেতা।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি