বগুড়ায় ফাউন্ড্রি কর্মীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
ইউ এস এইড এর অর্থায়নে সিসা এম ই এ প্রজেক্টে বগুড়ায় ফাউন্ড্রি কর্মীদের দক্ষতা উন্নয়নে সাতদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
সিমিট এর নেতৃত্বে আইডিই ও জর্জিয়া টেক ইউনিভার্সিটির সার্বিক সহায়তায় শুক্রবার সকালে বগুড়া শহরের ছিলিমপুর মেসার্স কামাল মেশিন টুলসের কারখানায় এ কর্মশালার উদ্বোধন করা হয়।
সাতদিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিটাক বগুড়ার প্রশিক্ষক মো. আবু রায়হান লিটন। এসময় উপস্থিত ছিলেন মেসার্স কামাল মেশিন (কেএমটি) টুলসের স্বত্তাধিকারী মো. কামাল মিয়া, সিমিট বাংলাদেশ বগুড়া অফিসের এমডিও মো. ফজলুল করিম, আইডিই বগুড়া অফিসের ওএমডি মো. বাবলু মিয়া।
প্রশিক্ষনের সার্বিক দায়িত্বে ছিলেন কামাল মেশিন টুলসের সাব্বির আহম্মেদ।
কর্মশালায় ৭টি ঢালাই কারখানা থেকে মোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।

প্রেস বিজ্ঞপ্তি