বগুড়ায় ১ লাখ ৬৩ হাজার পরিবার পাবে টিসিবির পণ্য
সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের আওতায় এ বছর রমজান মাস উপলক্ষে বগুড়ায় ১ লাখ ৬৩ হাজার ১৯৮ পরিবারকে কম মূল্যে পণ্য বিতরণ করবে জেলা প্রশাসন। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নির্ধারিত ৯৬ জন ডিলারের মাধ্যমে মসুর ডাল, সয়াবিন তেল ও চিনি বিক্রি করা হবে।
টিসিবির পণ্য বিতরণ কর্মসূচি নিয়ে আজ শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিং করেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
জেলা প্রশাসক জানান, এরই মধ্যে জেলার ১২টি পৌরসভা ও ১২টি উপজেলার মাধ্যমে তালিকা তৈরি করেছে জেলা প্রশাসন। জেলায় ৩৩টি পয়েন্টে টিসিবির নির্ধারিত ৯৬ জন ডিলারের মাধ্যমে এ পণ্য বিতরণ করা হবে।
তিনি আরও জানান, ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন কার্ডধারী ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল ও ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন। রোজার আগে ও পরে মোট দুইটি ধাপে এ পণ্য বিতরণ করা হবে। প্রথম ধাপের পণ্য দেয়া হবে ২০ মার্চ থেকে এবং দ্বিতীয় ধাপের পণ্য দেয়া হবে ৩ এপ্রিল থেকে। ২য় ধাপে শুধু ছোলা অতিরিক্ত হিসেবে যুক্ত হবে।

ষ্টাফ রিপোর্টার