বগুড়ায় তাঁতী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বাংলাদেশ তাঁতী লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় আনন্দ র্যালি ও আলোচনা সভা করা হয়েছে। গতকাল শনিবার বগুড়া জেলা তাঁতী লীগ এ আয়োজন করে।
এ দিন সকাল ৮টার দিকে শহরের টেম্পল রোড দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।
এরপর বেলা ১২টার দিকে একটি আনন্দ র্যালি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।
সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা তাঁতী সভাপতি মো. নুরুজ্জামান সোহেল। সংগঠনের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজনের সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলামিন সরকার, উজ্জল কুমার মন্ডল, মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আপেল মল্লিক, ইব্রাহীম সেলিম, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রিপন, তাঁত ও সমবায় বিষয়ক সম্পাদক নান্নু সরকার, উপ-প্রচার সম্পাদক মাহমুদুল হাসান রনি, কাহালু উপজেলা তাঁতী লীগের সভাপতি শাহিন ফকির, সাধারণ সম্পাদক বাবু, দুপচাঁচিয়া উপজেলার সভাপতি শাহ নেওয়াজ খান সুমন, ধুনট উপজেলার সধারণ সম্পাদক সাজেদুল ইসলাম, তাঁতী লীগ নেতা আব্দুর রাজ্জাক, আব্দুস সোবাহান মন্ডল করিম, হিমেল ইসলাম, রাসেল, রাহুল, জাবির, রাহাত, জিৎ, আশিক প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি